ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনায় ক্যান্সার হাসপাতালের চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত: ০০:৫২, ২৮ জুন ২০২০

করোনায় ক্যান্সার হাসপাতালের চিকিৎসকের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীতে আরেকজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক মোঃ আসাদুজ্জামান শনিবার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর বিডিনিউজের। ডাঃ আসাদুজ্জামান কোভিড-১৯ সংক্রমণ নিয়ে ওই হাসপাতালে ভর্তি ছিলেন বলে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোশতাক আহমেদ জানিয়েছেন। তিনি বলেন, ডাঃ আসাদুজ্জামানকে গত ১২ জুন আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার বিকেল ৩টার দিকে তিনি মারা যান। তার অবস্থা মোটামুটি ভালই ছিল। দুপুরের পর তার শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হতে শুরু করে। ঘণ্টাখানেকের মধ্যেই তিনি মারা যান। তিনি আমাদের নাক-কান-গলা বিভাগের মেডিক্যাল অফিসার ছিলেন। ডাঃ আসাদুজ্জামান সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ৩০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এই চিকিৎসকের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশে মেডিক্যাল এ্যাসোসিয়েশন, বিএমএ। বিএমএর হিসাবে এ পর্যন্ত এক হাজার ৪৩১ চিকিৎসক কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৪৯ জন এবং এ রোগের লক্ষণ-উপসর্গ নিয়ে মারা গেছেন ছয়জন মারা গেছেন।
×