ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আরেকটি আইসোলেশন সেন্টার উদ্বোধন

প্রকাশিত: ২৩:৪৩, ২৮ জুন ২০২০

চট্টগ্রামে আরেকটি আইসোলেশন সেন্টার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শনিবার চট্টগ্রামে করোনা চিকিৎসায় ১শ’ শয্যার নতুন একটি আইসোলেশন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। এতে কোভিড, নন-কোভিড দুই ধরনের রোগীর চিকিৎসা দেয়া হবে বলে উদ্যোক্তাদের সূত্রে জানানো হয়েছে। এবারের চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর উদ্যোগে এ আইসোলেশন সেন্টারটি প্রতিষ্ঠা করা হয়েছে। সকালে বাকলিয়ার কালামিয়া বাজার সংলগ্ন ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে মুক্তি নামের এ আইসোলেশন সেন্টারের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। উদ্বোধনকালে শিক্ষা উপমন্ত্রী বলেন, দেশে মানুষ করোনা চিকিৎসা পাচ্ছে বলেই মৃত্যুহার কম। যুক্তরাষ্ট্রে লক্ষাধিকের বেশি মানুষ মারা গেছে। এতে প্রমাণিত যে, দেশে করোনা এখনও নিয়ন্ত্রণে আছে। মেয়র প্রার্থী রেজাউল করিমের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নওফেল বলেন, রাষ্ট্রীয় কোন দায়িত্বে না থাকা সত্ত্বেও রেজাউল করিম মানবিক মূল্যবোধ থেকে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০০ শয্যার এ আইসোলেশন সেন্টারের ৭০টি বেড পুরোপুরি প্রস্তুত হয়েছে। এতে রোগীর সেবায় থাকবেন ৮ ডাক্তার, ১৬ নার্স, ৮ ওয়ার্ড বয়, ২ আয়া ও ২ সিকিউরিটি গার্ড।
×