ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে নকল প্রসাধনী জব্দ ॥ জরিমানা

প্রকাশিত: ২৩:৩৭, ২৮ জুন ২০২০

গোপালগঞ্জে নকল প্রসাধনী জব্দ ॥ জরিমানা

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৭ জুন ॥ গোপালগঞ্জে বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী ও সেসব সামগ্রীর মোড়ক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সে সঙ্গে নকল প্রসাধনী কারখানার মালিক বেলায়েত হোসেনকে (৩৮) দু’ লাখ টাকা জরিমানা এবং ৬ মাসের কারাদন্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডের রায় দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে গোপালগঞ্জ শহরের নতুন বাজার রোডস্থ মিতালি ট্রেডার্সে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু। বেলায়েত হোসেন শহরের নতুন বাজার এলাকার খবির উদ্দিনের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু জানান, বেলায়েত হোসেন দীর্ঘদিন ধরে নকল মাস্ক, বিদেশী নামী-দামী ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী তৈরি করে বিক্রি করে আসছিল।
×