ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদ

প্রকাশিত: ২৩:২৮, ২৮ জুন ২০২০

হবিগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৭ জুন ॥ মাছরাঙা টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ ও বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বদরুল আলমকে জড়িয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের ব্যানারে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন জেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল, সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, নির্মল ভট্টাচার্য রিংকু, শাহ ফখরুজ্জামান, জেলা সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ এমদাদুল ইসলাম সোহেল, বাংলাদেশ টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি আলমগীর খান সাদেক প্রমুখ। উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক।মানববন্ধনে জানানো হয়, বানিয়াচং উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম প্রথমে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কয়েক সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন। কিন্তু এখতিয়ার বহির্ভূত হওয়ায় মামলাটি খারিজ করে দেন আদালত। পরবর্তীকালে তিনি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ ও বদরুল আলমসহ কয়েকজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
×