ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চীনা কমিউনিস্ট নেতৃত্বের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

প্রকাশিত: ২২:২৩, ২৮ জুন ২০২০

চীনা কমিউনিস্ট নেতৃত্বের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

চীনের কমিউনিস্ট পার্টির নেতাদের ভিসার ওপর নিষেধাজ্ঞা জারি করছে ওয়াশিংটন। কারণ হিসেবে যুক্তরাষ্ট্র বলছে হংকংয়ের নাগরিক স্বাধীনতা খর্ব করা হয়েছে। হংকং নিয়ে সম্প্রতি চীনের পাস করা বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের এক রূপরেখা প্রকাশ করেছে বেজিং। তবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বেজিং। এ বিষয়ে শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, এ ঘটনার সঙ্গে যে নেতাদের সংশ্লিষ্টতা রয়েছে, তারা নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। সমালোচকরা বলছেন, এ আইনে হংকংবাসীর রাজনৈতিক ও নাগরিক স্বাধীনতা হুমকির মুখে পড়বে। আধা স্বায়ত্তশাসিত এই শহরে চীনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও খবরদারি বাড়বে। -বিবিসি
×