ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমি সত্যের পক্ষে কথা বলবই

প্রকাশিত: ২২:২২, ২৮ জুন ২০২০

আমি সত্যের পক্ষে কথা বলবই

ভারতের কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীর নামে নোটিস পাঠিয়েছে দেশটির উত্তর প্রদেশ রাজ্যের যোগি আদিত্যনাথ সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এক মন্তব্যের জেরে টুইটারে মন্তব্য করেন প্রিয়াঙ্কা। এরপর উত্তর প্রদেশের এক কিশোরী হোমে দুই জনের সন্তানসম্ভবা হওয়া নিয়েও সরব হন তিনি। এসবের জেরে যোগি সরকার প্রিয়াঙ্কার নামে নোটিস পাঠায়। এসবের জেরে শুক্রবার পাল্টা তোপ দাগেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, যা পদক্ষেপ ওরা নেবে, নিতে পারে। আমি সত্যের পক্ষে কথা বলবই। আমি ইন্দিরা গান্ধীর নাতনি, অন্যের বিরোধী দলের নেতাদের মতো বিজেপির অপ্রকাশিত মুখপাত্র নই। ২৫ জুন ছিল ইন্দিরা গান্ধী সরকার ঘোষিত জরুরী অবস্থার ৪৫ বছর। খবর এনডিটিভি অনলাইনের। এ বিষয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসকে আক্রমণ করতে জরুরী অবস্থার প্রসঙ্গ উত্থাপন করেন। ঠিক তারপরের দিন ২৬ মে শুক্রবার টুইট করেন প্রিয়াঙ্কা। তিনি লেখেন, ‘মানুষের সেবক হিসেবে আমি উত্তরপ্রদেশের মানুষকে শুধু জবাবদিহি করব। তাই সত্যিটা তাদেরকে বলব। সরকারকে নয়। উত্তরপ্রদেশ সরকার তাই যেভাবে খুশি আমাকে হেনস্থা করতে পারে। আমি ভাবিত নই।’ অমিত শাহ বলেন, আজ থেকে ৪৫ বছর আগে এক পরিবার ক্ষমতার লোভে দেশে জরুরী অবস্থা চাপিয়ে দেয়। রাতারাতি দেশকে কারাগারে পরিণত করা হয়েছিল। সংবাদমাধ্যম, আদালত, বাক স্বাধীনতা ... সবকিছুকেই জোর করে বন্ধ করে দেয়া হয়েছিল। অত্যাচার চালানো হয়েছিল। শেষ পর্যন্ত লাখ লাখ মানুষের চেষ্টায় দেশে জরুরী অবস্থা প্রত্যাহার করা হয়েছিল। ভারতে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছিল তখনই যখন কংগ্রেস ক্ষমতা থেকে সরে গিয়েছিল। আসলে সবসময়ই একটি পরিবারের স্বার্থ দলীয় স্বার্থ এবং জাতীয় স্বার্থের থেকেও প্রাধান্য পেয়েছে। বর্তমান কংগ্রেসে এখনও সেই একই দুঃখজনক পরিস্থিতি চলছে।
×