ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য খাত পুনর্গঠনে ১৩ দফা বাস্তবায়ন দাবি মেননের

প্রকাশিত: ২২:১৮, ২৮ জুন ২০২০

স্বাস্থ্য খাত পুনর্গঠনে ১৩ দফা বাস্তবায়ন দাবি মেননের

স্টাফ রিপোর্টার ॥ করোনা সঙ্কটকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যখাতে সবচেয়ে বেশি নেতৃত্বের ভূমিকা পালন করার কথা ছিল। এই খাতে এখন সমন্বয়হীনতা, পরিকল্পনার অভাব, অব্যবস্থাপনা এবং দুর্নীতির ফলে মানুষের জীবনে গভীর সঙ্কট এবং মহামারীর প্রাদুর্ভাব সবই বাস্তবে হচ্ছে। এ অবস্থা যদি চলতে থাকে তাহলে করানোকে সঠিকভাবে মোকাবেলা করা সম্ভব হবে না। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাস্থ্যবিধি মেনে ‘স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা ও দুর্নীতি বন্ধ কর, কোভিড-১৯ পরীক্ষা ও ফলাফল দ্রুত প্রাপ্তি নিশ্চিত কর, জেলা-উপজেলা হাসপাতালে সক্ষমতা বৃদ্ধি কর’ শীর্ষক মানববন্ধন কর্মসূচীতে ভিডিওকলে অংশ নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ১৪ দলীয় জোটের অন্যতম শরিক নেতা মেনন বলেন, ইতোমধ্যে ওয়ার্কার্স পার্টির তরফ থেকে আমরা ১৩ দফা কর্মসূচী দিয়েছি। এখানে স্বাস্থ্যখাতকে পুনর্গঠনের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসেবায় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার জন্য স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদের স্বাস্থ্য ঝুঁকি ভাতা, এমনকি সাংবাদিকদেরও স্বাস্থ্য ঝুঁকি ভাতার আওতায় অন্তর্ভুক্ত করার কথা আমরা বলেছি।
×