ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নানিয়ারচরের আম রফতানি হচ্ছে বিদেশে

প্রকাশিত: ২২:১৬, ২৮ জুন ২০২০

নানিয়ারচরের আম রফতানি হচ্ছে বিদেশে

স্টাফ রিপোর্টার ॥ রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলায় এবার আমের বাম্পার ফলন হয়েছে। করোনার এই সঙ্কটের মধ্যেও কৃষি মন্ত্রণালয়ের সময়োপযোগী পদক্ষেপের ফলে ইতোমধ্যে উপজেলার বগাছড়ি থেকে ২ হাজার ৬০০ কেজি ল্যাংড়া, হিমসাগর ও রুপালি জাতের আম ইতালিতে এবং ৪০০ কেজি যুক্তরাজ্যে রফতানি করা হয়েছে। আরও ৮ হাজার ৫০০ কেজি রফতানির আদেশ পাওয়া গেছে। এদিকে, চীনেও আম রফতাানির জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশা করা হচ্ছে, এ মৌসুমে প্রায় ৭০/৮০ টন রফতানিযোগ্য আম এই একটি উপজেলা থেকে সরবরাহ করা যাবে। কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে এ তথ্য পাওয়া গেছে। কৃষি সম্প্রসারণ অধিদফতর বাস্তবায়নাধীন ‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের’ সহযোগিতায় এ উপজেলায় ল্যাংড়া, হিমসাগর, রুপালি, মল্লিকাসহ অন্য জাতের আমের চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
×