ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নকল স্যানিটাইজার কারখানার সন্ধান

প্রকাশিত: ২২:১৫, ২৮ জুন ২০২০

নকল স্যানিটাইজার কারখানার সন্ধান

স্টাফ রিপোর্টার ॥ ভেজালবিরোধী অভিযানে আরও একটি নকল স্যানিটাইজার কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। পুরান ঢাকার আরমানিটোলা ও মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে এই নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন হাতেনাতে ধরা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান। নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সুযোগে পুরান ঢাকার আরমানিটোলা ও মিটফোর্ট এলাকায় নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করা হচ্ছে। অনুমোদন ছাড়াই এসব হ্যান্ড স্যানিটাইজারে কার্যকর উপাদান না থাকায় কোন ধরনের সুরক্ষা দিতে পারে না। এগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।
×