ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনার এই সময়ে

প্রকাশিত: ২২:০৯, ২৮ জুন ২০২০

করোনার এই সময়ে

* পূর্বে ধারণা করা হচ্ছিল যে করোনা কোন বস্তুর সারফেস থেকে আপনাকে সংক্রামিত করতে পারে । * এখন দেখা যাচ্ছে ব্যক্তি থেকে ব্যক্তিই বেশি সংক্রামিত হয়। * মানুষের কথোপকথনে বেশি সংক্রামিত হয়। * বস্তুর সারফেস থেকে আসে আপনার হাতের মাধ্যমে। * সামাজিক দূরত্ব বজায় রাখুন। * মাস্ক ব্যবহার অত্যাবশকীয়। * মাঝে মাঝে হাত ধুয়ে ফেলুন সাবান দিয়ে। * এটুকুই যথেষ্ট। * ভয় পাবেন না। তবে বেপারোয়া হওয়ার দরকার নেই। ডাঃ এটিএম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৮।
×