ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশিষ্টজনদের সম্পর্কে কটূক্তির প্রতিবাদে ১১ সাংস্কৃতিক সংগঠনের বিবৃতি

প্রকাশিত: ২১:৩৫, ২৮ জুন ২০২০

বিশিষ্টজনদের সম্পর্কে কটূক্তির প্রতিবাদে ১১ সাংস্কৃতিক সংগঠনের বিবৃতি

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি করোনায় আক্রান্ত প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে নিয়ে ফেসবুকে অশ্লীল মন্তব্য ও কটূক্তি করা হয়। এই শিল্পীসহ বরেণ্য ব্যক্তিত্বদের সম্পর্কে মিথ্যাচার ও অশ্লীল মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে সাংস্কৃতিক ফেডারেশনসমূহ। ১১টি সাংস্কৃতিক সাংগঠনের পক্ষ থেকে শনিবার গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়। গণসঙ্গীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইটের পাঠানো বিবৃতিতে বলা হয়, আমরা ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি, একটি বিশেষ মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবরেণ্য শিল্পী, বুদ্ধিজীবী, রাজনৈতিক, পেশাজীবীদের মৃত্যু এবং অসুস্থতার সংবাদে নানা ধরনের উদ্দেশ্যপূর্ণ কটূক্তি, মিথ্যাচার, চরিত্র হনন এবং অমানবিক বক্তব্য প্রদান করে চলেছেন যা অনাকাক্সিক্ষত, বিদ্বেষমূলক ও শিষ্টাচার বহির্ভূত। এছাড়া রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেয়া হলেও কোন কোন মহল ব্যক্তির মেধা ও যোগ্যতাকে আড়াল করে সম্পূর্ণ সাম্প্রদায়িক দৃষ্টিকোন থেকে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা এ ধরনের অপপ্রচার এবং শিষ্টাচার বহির্ভূত বক্তব্য প্রদানের নিন্দা জানাই এবং দেশবাসীকে এদের সম্পর্কে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানাই। বিবৃতিদাতা সাংস্কৃতিক ফেডারেশনসমূহের মধ্যে রয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশন, আবৃত্তি সমন্বয় পরিষদ, জাতীয় কবিতা পরিষদ, পথনাটক পরিষদ, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, নৃত্যশিল্পী সংস্থা, গণসঙ্গীত সমন্বয় পরিষদ, চারুশিল্পী সংসদ, সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ও বাংলাদেশ গ্রাম থিয়েটার।
×