ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রবীন্দ্রনাথ ও দ্বিজেন্দ্রলালের সুরাশ্রিত হৃদয়গ্রাহী সঙ্গীতসন্ধ্যা

প্রকাশিত: ২১:৩৫, ২৮ জুন ২০২০

রবীন্দ্রনাথ ও দ্বিজেন্দ্রলালের সুরাশ্রিত হৃদয়গ্রাহী সঙ্গীতসন্ধ্যা

স্টাফ রিপোর্টার ॥ নেমে আসে আষাঢ়ের সন্ধ্যা। বেজে ওঠে সুর। কবিগুরুর কালজয়ী গানের বাণী কণ্ঠে তুলে নেন সালমা আকবর। মাধুর্যময় গায়কিতে পরিবেশন করেন- পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়/ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায় ...। রবীন্দ্রসঙ্গীতের সুরে এভাবে শ্রোতার হৃদয় ছুঁয়ে যান শিল্পী। তবে গানটি সরাসরি দর্শকের সামনে কোন মঞ্চে পরিবেশিত হয়নি। অনলাইন প্ল্যাটফর্মে এমন অনেক গান শুনিয়েছেন এই শিল্পী। পঞ্চকবির আরেক কবি দ্বিজেন্দ্রলালের গান শুনিয়েছেন সুমা রানী রায়। আধুনিক গানকে সঙ্গী করে আপন পরিবেশনা উপস্থাপন করেন লীনা দাশ। আর তিন শিল্পীর পরিবেশনার মাধ্যমে শনিবার শেষ হলো তিন দিনের সঙ্গীতাসর। মহামারীর ক্রান্তিকালে ভার্চুয়াল দুনিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করে সৃজনশীল সঙ্গীতদল নিবেদন। করোনাকালে সংস্কৃতির স্রোতধারা চলমান রাখার পাশাপাশি শিল্পীদের উদ্দীপনা যোগানোর প্রয়াসে বিশ্ব সঙ্গীত দিবসকে উপলক্ষ করে নিবেদনের ফেসবুক পেজে অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হয়। বৃহস্পতিবার সঙ্গীতানুষ্ঠানের শুরুতেই গান শোনান সালমা আকবর। পরিবেশন করেন কয়েকটি রবীন্দ্রসঙ্গীত। তার গাওয়া প্রথম গানের শিরোনাম ছিল ‘নয় এ মধুর খেলা/তোমায় আমায় সারাজীবন সকাল-সন্ধ্যাবেলা নয় এ মধুর খেলা’। এরপর গীত হয় ‘তোমার হলো শুরু, আমার হলো সার-তোমায় আমায় মিলে এমনি বহে ধারা’। এছাড়াও গেয়ে শোনান ‘আমার সকল রসের ধারা’ শীর্ষক সঙ্গীত। পরিবেশনায় দেশামাতৃকার প্রতি ভালবাসা নিবেদন করেন সুমা রানী রায়। কণ্ঠে তুলে নেন দ্বিজেন্দ্রলাল রায়ের বাণী। গেয়ে শোনান ‘বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার, আমার দেশ’ শিরোনামের সঙ্গীত। রবীন্দ্রনাথের ভাঙাগান থেকে শুনিয়েছেন ‘কতবারও ভেবেছিনু’। রজনীকান্ত সেনকে আশ্রয় করে গেয়েছেন ‘বেলা যে ফুরায়ে যায়’। এছাড়াও পরিবেশন পরিবেশন করেন ‘ফুলে ফুলে ঢলে ঢলে’। সমাপনী দিনের সর্বশেষ পরিবেশনা উপস্থাপন করেন লীনা দাশ। আধুনিক গানের সঙ্গে পরিবেশন করেন হিন্দি গান। গেয়ে শোনান ‘আমি সুরে সুরে ওগো’ ‘আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমি’, ‘হয়নি যাবার বেলাও ‘আজ জানেকে জিদ না কারো’ শিরোনামের গান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ড. বিশ্বজিৎ রায়।
×