ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৯৪ জনপ্রতিনিধির বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

প্রকাশিত: ২১:২৯, ২৮ জুন ২০২০

৯৪ জনপ্রতিনিধির বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের বিভিন্ন জেলার ৯৪ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, জেলা পরিষদ সদস্য, পৌরসভার কাউন্সিলর এমন জন প্রতিনিধির বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। করোনা মহামারীতে এসব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচীর সুবিধাদি আত্মসাত করা, হাতেনাতে গ্রেফতার হওয়াসহ নানা অভিযোগ রয়েছে। দুদক জানায়, এই ৯৪ জন প্রতিনিধিদের মধ্যে ৩০ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ৬৪ জন ইউপি সদস্য রয়েছেন। এসব জন প্রতিনিধিদের ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িকভাবে বরখাস্ত করেছে। শনিবার দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কমিশনের অভিযোগ ব্যবস্থাপনা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক এ কে এম সোহেলের নেতৃত্বে যাচাই-বাছাই কমিটির সুপারিশের প্রেক্ষিতে কমিশন এই ৯৪ জনপ্রতিনিধির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
×