ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অবসরে যাচ্ছে বিজেএমসির ২৫ হাজার শ্রমিক

প্রকাশিত: ২১:১১, ২৮ জুন ২০২০

অবসরে যাচ্ছে বিজেএমসির ২৫ হাজার শ্রমিক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্রমাগত লাকসান রোধে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) পাটকলগুলোর ২৫ হাজার স্থায়ী শ্রমিককে স্বেচ্ছায় অবসরে (গোল্ডেন হ্যান্ডশেক) পাঠানো হচ্ছে। পাওনা পরিশোধের পদ্ধতিসহ শ্রমিকদের অবসরের বিষয়টি কিছুদিনের মধ্যে চূড়ান্ত হবে। পরবর্তী সময়ে সরকারী ব্যবস্থাপনায় আর এ পাটকলগুলো পরিচালিত হবে না। বেসরকারী ব্যবস্থাপনার আওতায় এগুলো পরিচালিত হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে শ্রমিকদের অবসরে পাঠানোর সিদ্ধান্তের কারণে অসন্তোষের আশঙ্কাও রয়েছে। এজন্য আইনশৃঙ্খলা বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকও করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সরকারী পাটকলের শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের (অবসর) বিষয়ে ইতোমধ্যে সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন পাওয়া গেছে। এখন মজুরি কমিশন অনুযায়ী শ্রমিকদের সুযোগ-সুবিধার বিষয়টি চূড়ান্ত করে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এ বিষয়ে বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া বলেন, ‘আগামী ৩০ তারিখের পর আপনারা সব জানতে পারবেন। আমি এখন এ বিষয়ে কিছু বলব না।’
×