ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিরে যেতে চাই রঙিন ক্যাম্পাসে ॥ ক্যাম্পাস এক্সট্রা

প্রকাশিত: ২১:০৪, ২৮ জুন ২০২০

ফিরে যেতে চাই রঙিন ক্যাম্পাসে ॥ ক্যাম্পাস এক্সট্রা

ভালবাসা নিতান্তই সংজ্ঞাহীন হতে পারে, তবে রঙহীন নয়। এমনই এক রঙিন ভালবাসা ধারণ করে আছে আমাদের সবার প্রিয় ক্যাম্পাস। যে ভালবাসার রঙ রঙিন করে রেখেছে ক্যাম্পাসের সকল সদস্যদের। এমনই এক রঙের সংস্পর্শে যেতে কাতর হয়ে রয়েছে সকলেই। লাল, নীল, হলুদ, সবুজ, কালো, সাদা এমনি যেন রঙগুলো। সবাই যেন ফিরে যেতে চাই প্রিয় ক্যাম্পাসের সেই সবুজের সমারোহে, সেই সবুজ প্রকৃতি, সবুজ গাছপালা, সবুজে ঘেরা প্যারাইডাইস রোড, ফরেস্ট রোড, প্যারিস রোডে। আবার কেউ বা ফিরে যেতে চাই লাল রঙের চায়ের আড্ডায়, টং এর দোকানে। কেউ বা ফিরে যেতে চাই হাজারো স্মৃতিতে ঘেরা লাল বাসে। যে বাসের সঙ্গে রয়েছে আত্মার সম্পর্ক। আবার কেউ বা ফিরে যেতে চাই প্রিয়তমার নীল রঙের শাড়িতে এবং একসঙ্গে হাঁটতে যেতে চাই ক্যাম্পাসের মফিস লেকে কিংবা প্যারাডাইস রোডে। আবার কেউ বা ফিরে যেতে চাই নীল রঙে বাইন্ডিং করা এসাইনমেন্টের প্রচ্ছদে। আবার কেউ বা ফিরে যেতে চাই সেই হলুদ রঙের খামে। যে খামে করে প্রতিনিয়ত টিউশনি করে আয় হতো তাদের, যা ক্যাম্পাসে ফিরে না গেলে আর সম্ভব নয়। আবার কেউ বা ফিরে যেতে চাই হলুদ রঙের হিমু রূপের সাজে। কেউ বা ফিরে যেতে চাই ক্লাসের সাদা-কালো বোর্ডগুলোয়। যেখানে শিক্ষার্থীদের দুষ্টুমি করে লেখালিখিসহ থাকত নানা চিত্রকর্ম। আবার কেউ বা ফিরে যেতে চাই সাদা দেয়ালে ঘেরা ক্লাস রুমে। কেউ বা ফিরে যেতে চাই সাদা-কালো ড্রেসে। মে ড্রেসে হতো ভাইভা এবং ভাইভার দিনের ফটোশূট। আবার কেউ বা ফিরে যেতে চাই ক্যাম্পাসের লাল, নীল, হলুদ, সবুজ রঙের ফুলের বাগিচায়। এমনি এক ভালবাসার রঙে রঙিন হতে যেন চিরউদগ্রীব সকলেই। কিন্তু বৈশ্বিক মহামারী করোনাভাইরাস যেন মুহূর্তের মধ্যেই রঙহীন করে দিয়েছে সবাইকে। এখন যেন শুধু একাকিত্বের রঙ রাঙিয়ে রেখেছে তাদের। আল আমিন ইসলাম নাসিম
×