ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জীবনের জন্য নতুন অ্যাপ ক্যারি করো

প্রকাশিত: ২০:০৮, ২৭ জুন ২০২০

জীবনের জন্য নতুন অ্যাপ ক্যারি করো

অনলাইন রিপোর্টার ॥ জরুরি মুহূর্তে ঘরে বসেই কিনুন ঔষধসহ জরুরি জিনিসপত্র এবার অনলাইনেই ঘরে বসে কিনতে পারবেন ঔষধ এবং মেডিকেল আনুষাঙ্গিক যন্ত্রপাতি। খুব সহজে ঔষধ অর্ডার করুন ক্যারিকরো(CarryKoro) অ্যাপসের মাধ্যমে। স্বাস্থ্যসেবাকে অন্য স্তরে বা ডিজিটাল বিশ্বে নিয়ে যাওয়া, রোগীদের এবং চিকিৎসা কর্মীদের জীবনকে সহজতর করতে অনলাইনে ঔষধ সেবা নিশ্চিত করতে অ্যাপসটি ডিজাইন করা হয়েছে। বর্তমানে ফার্মেসি বা মেডিকেল স্টোর থেকে ঔষধ কেনার ক্ষেত্রে সমস্যা এড়াতে অ্যাপ্লিকেশনটি সহায়ক ভূমিকা রাখছে। ফলে এখন কয়েক ক্লিকেই ঘরে পৌছে যাবে ঔষধ। এছাড়াও ক্যারিকরো পার্সেল এবং ক্যারিকরো গ্রোসারিস সার্ভিসও রয়েছে। ক্যারিকরো পার্সেল দিচ্ছে ২৪ ঘন্টার মধ্যে ঢাকা সিটিতে এবং ৭২ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারী, ২ কার্যদিবসের মধ্যে পেমেন্ট পরিশোধ এবং সাথে থাকছে অত্যাধুনিক প্রডাক্ট ফটোগ্রাফী ও পেজ বুষ্টিং সুবিধা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং সিইও মোহাম্মদ আহসান বলেন, ক্যারিকরো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সাইন্স সমৃদ্ধ টেকনোলজি, আমি বিশ্বাস করি এটি শুধু বাংলাদেশই নয় বর্হিবিশ্বেও অনডিমান্ড ঔষধ এবং পার্সেল সার্ভিসকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে। মোহাম্মদ আহসান বলেন, ক্যারিকরো ব্যবহার করা সহজ, মেডিকেল প্রেসক্রিপশন আপলোড করার ৩০ মিনিটের মধ্যে ওষুধের সহজলভ্যতা সম্পর্কে জানানো হবে। থাকবে আকর্ষণীয় মূল্য ছাড় বা ক্যাশব্যাক অফার। সপ্তাহে সাতদিন দিনে ২৪ ঘণ্টা ক্যারিকরো ডট কম জেগে আছে। ক্যারিকরো শুধু বাংলাদেশই নয় এটি সেপ্টেম্বর শেষে যুক্তরাষ্ট, ভারত এবং নেপালে শুরু হতে যাচ্ছে। অ্যাপসটি গুগল প্লেস্টোর এবং অ্যাপল স্টোরে পাবেন। ফেসবুকে খুঁজে পেতে টাইপ করুন @(CarryKoro)
×