ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পঞ্চগড়ে স্রোতে ভেসে গেল মামা-ভাগিনা সেতুর গাইড ওয়াল

প্রকাশিত: ১৭:০১, ২৭ জুন ২০২০

পঞ্চগড়ে স্রোতে ভেসে গেল মামা-ভাগিনা সেতুর গাইড ওয়াল

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ের সবচেয়ে ব্যস্ততম পঞ্চগড়-চাকলাহাট পাকা সড়কের একটি খালের ওপর নির্মিত মামা-ভাগিনা সেতুর পশ্চিম দিকের এ্যাপ্রোস রোডটি প্রবল পানির তোড়ে ভেঙে গেছে। এতে করে সেতুটির গাইড ওয়ালের ব্লক সরে গিয়ে গভীর খাতের সৃষ্টি হয়েছে। মারাত্মক ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে সেতুটি। অতিবর্ষণে আকস্মিকভাবে সেতুটির গাইড ওয়ালটির মারাত্মক ক্ষতি হয় বলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সূত্রে জানা গেছে। সূত্রমতে, গত কয়েকদিন ধরে অতিবৃষ্টির কারণে উজানের পানির চাপে সেতুর গাইড ওয়ালের পশ্চিম পাশের এ্যাপ্রোচ রোডের মাটি ও সিসি ব্লক সরে গিয়ে গভীর খাতের সৃষ্টি হয়। শুক্রবার রাতভর গাইড ওয়ালের সরে যাওয়া ব্লক পুর্ণস্থাপনসহ এ্যাপ্রোচ রোডটির মেরামত করা হয়। তবে, সাময়িকভাবে সেতুরটির ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলে সূত্রটি জানায়। স্থানীয়দের অভিযোগ, মামা-ভাগিনা সেতুর ভাটিতে অপরিকল্পিতভাবে একটি রেগুলেটর নির্মাণ করায় কৃষকের কোন উপকারে আসছে না। বরং প্রতিবছর বর্ষা এলেই পানির তোড়ে সেতুর এপ্রোচ রোডের মাটি ও ব্লক ধ্বসে যায়। আবাদী জমি ভেঙ্গে খালের সৃষ্টি হয়। সেতুটিও মারাত্মক ঝুঁকিপুর্ণহয়ে পড়ে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শামছুজ্জামান জনকণ্ঠকে জানান, শনিবার সন্ধ্যার মধ্যে সেতুর গাইড ওয়ালের এপ্রোচ রোডটির মেরামত কাজ শেষ হলে সেতুর ওপর দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে।
×