ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে করোনায় নতুন করে ২১ জন পুলিশসহ ৭৩ জন আক্রান্ত

প্রকাশিত: ১৬:৫১, ২৭ জুন ২০২০

জয়পুরহাটে করোনায় নতুন করে ২১ জন পুলিশসহ ৭৩ জন আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জয়পুরহাটে নতুন করে ২১ জন পুলিশসহ ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৫১২টি নমুনা পরীক্ষা করে এই ৭৩জন পজিটিভ হয়েছে। এপর্যন্ত এটাই সর্বোচ্চ অক্রান্তের খবর। এনিয়ে শুরু থেকে গত ২৬জুন পর্যন্ত মোট ৩৩০জন আক্রান্ত হয়েছে। নতুন ৭৩ জন আক্রান্তের মধ্যে সরকারিভাবে স্বাস্থ্য বিভাগ কর্তৃক ৬৭ জনের ঢাকা পরীক্ষাগারে ও ব্যক্তিগত উদ্যোগে বগুড়া টিএমএসএস পরীক্ষাগার থেকে ৬জনের পরীক্ষা করা হয়েছে। এপর্যন্ত মোট ৭হাজার ১৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন মোট ২২২টি নমুনা ঢাকা পরীক্ষগারে পরীক্ষার অপেক্ষায় রয়েছে। পুলিশ সুপার মোঃ সালাম কবির জানান এপর্যন্ত জয়পুরহাটে মোট ২৩জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত ৭৩জনের মধ্যে সদর উপজেলায় ২১জন। এর মধ্যে জয়পুরহাট শহরের পূর্ববাজারে ৩জন ও প্রফেসর পাড়ায় ৩জন। পাঁচবিবি উপজেলায় ২৬জন, কালাইয়ে ১জন, ক্ষেতলালে ১০জন ও আক্কেলপুরে ৯জন। এপর্যন্ত ১৭৭জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
×