ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিশ্বে ইরানই সবচেয়ে বেশি মাদক আটক করে ॥ জাতিসংঘ

প্রকাশিত: ১২:০৯, ২৭ জুন ২০২০

বিশ্বে ইরানই সবচেয়ে বেশি মাদক আটক করে ॥ জাতিসংঘ

অনলাইন ডেস্ক ॥ ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতি বছর বিশ্বের যেকোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি অবৈধ মাদকদ্রব্য আটক করে। সম্প্রতি রাজধানী তেহরানে অনুষ্ঠিত মাদক চোরাচালান প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন জাতিসংঘের কর্মকর্তারা। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। সারা বিশ্বে মাদকের অপব্যবহার এবং চোরাচালানের বিরুদ্ধে লড়াই করার কার্যকর পন্থা নিয়ে আলোচনা করেন তারা। ইরানের প্রতিবেশী আফগানিস্তান হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদনকারী দেশ এবং এসব আফিম পশ্চিমা দেশগুলোতে চোরাচালানের ক্ষেত্রে চোরাকারবারীরা ইরানকে রুট হিসেবে ব্যবহার করে থাকে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে ইরান এ সমস্ত অবৈধ মাদক ও চোরাচালানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। সীমান্তে মাদক চোরাচালানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে ১৯৮০'র দশক থেকে এ পর্যন্ত প্রায় ৪০০০ ইরানি সীমান্ত নিরাপত্তারক্ষী শহীদ হয়েছেন। জাতিসংঘের রিপোর্ট বলছে, সারা বিশ্বে যে পরিমাণে আফিম আটক হয় তার শতকরা ৯০ ভাগ ইরান আটক করে। এছাড়া শতকরা ৪৮ ভাগ মরফিন এবং শতকরা ২৬ ভাগ হেরোইন ইরান আটক করে থাকে। এসব মাদকের প্রধান গন্তব্য হচ্ছে ইউরোপের দেশগুলো।
×