ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জের সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত

প্রকাশিত: ১১:৪৪, ২৭ জুন ২০২০

সুনামগঞ্জের সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি আজ শনিবার সকাল ৯টায় ৮ দশমিক ০৬ সেন্টিমিটার। অর্থাৎ বিপদসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত এখন পর্যন্ত অব্যাহত থাকায় জেলার যাদুকাটা, রক্তি, খাসিয়ামারা, চলতি, সুরমা, পাটলাইসহ সবকটি সীমান্ত নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। এছাড়া পাহাড়ী ঢলের কারণে হাওড় এলাকাগুলোতে পানি বাড়ছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, জেলার শক্তিরখলা, মুসলিমপুর, ডলুরা, আক্তাপাড়া, জগন্নাথপুর ও সোলেমানপুর, লাউড়েরগড় পয়েন্টে সীমান্ত নদীর পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় ১৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। সুরমা নদীর পানি বৃদ্ধিও কারণে নদী তীরবর্তী এলাকা সুনামগঞ্জ পৌর এলাকার কাজির পয়েন্ট, নবীনগর, পশ্চিমবাজার, সাহেববাড়ির ঘাট, বড়পাড়া মল্লিকপুরসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, সীমান্তের ওপাড় থেকে নেমে আসা ঢলে নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে জেলায় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। তবে হাওড়গুলোর পানি ধারণ ক্ষমতা এখনও স্বাভাবিক আছে।
×