ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাবা

প্রকাশিত: ২৩:৪৯, ২৭ জুন ২০২০

বাবা

রাতের শেষে নতুন দিনের সুর আমার বাবা ভয় করে সব দূর আমার বাবা ভোরের আলো গান ঠেকায় আমার সকল রকম বিপদ ঝড় তুফান। রোদের দিনে পাতার সবুজ ছায়া আদর যতন স্নেহের আঁচল-মায়া ঘুঘু ডাকা নিঝুম দুপুর বেলা বাবা আমার ভেসে যাওয়া শাদা মেঘের ভেলা। বাবা আমার নীল আকাশের নীল চাঁদের হাসির জোছনা অনাবিল অতল সুখের সাগর জলের ঢেউ এই জগতে আমার বাবার মতো তো নয় কেউ। আজ বাবা নেই, হলাম বাবা ছাড়া দেখে রেখো বাবাকে ঠিক দূর আকাশের তারা!
×