ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশু কন্যাকে গলাকেটে হত্যা ॥ পাষন্ড মা গ্রেফতার

প্রকাশিত: ২৩:০৮, ২৭ জুন ২০২০

শিশু কন্যাকে গলাকেটে হত্যা ॥ পাষন্ড মা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৬ জুন ॥ ভোলার তজুমদ্দিনে পারিবারিক অভাব অনটন ও অসুস্থতার কারণে দুই বছরের শিশু কন্যা মরিয়মকে গলাকেটে হত্যা করেছে পাষন্ড মা। এ ঘটনায় ওই শিশুর মা রুবিনা বেগমকে পুলিশ গ্রেফতার করে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। তজুমদ্দিন থানার ওসি এস এম জিয়াউল হক ও স্থানীয় সূত্র জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর গ্রাম থেকে মরিয়ম নামের দুই বছরের শিশু কন্যার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। প্রথমে নিহতের মা প্রচার করে তিনি টয়লেটে গেলে কে বা কারা তার মেয়েকে হত্যা করেছে। কিন্তু ঘটনাটি সন্দেহজনক হওয়ায় শিশুর মা রুবিনা বেগমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে পারিবারিক অভাব অনটন ও অসুস্থতার কারণে দুই বছরের শিশু কন্যা মরিয়মকে বৃহস্পতিবার দুপুরে নিজের ঘরে গলাকেটে হত্যার কথা স্বীকার করেন। শিশুর পিতা নাজিমউদ্দিন সাংবাদিকদের জানান, আমার অভাব অনটনের সংসারে তিন সন্তান। দুই বছরের কন্যা মরিয়মের মলদ্বারে ঘায়ের স্থানে ওষুধ লাগানোর ফলে সে চিৎকার করছিল। বিরক্ত হয়ে তার পাষ- মা তাকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় ওই শিশুর পিতা জেলে নাজিম উদ্দিন বাদী হয়ে শুক্রবার তজুমদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওসি আরও জানান, পাষ- মাকে আটক করে শুক্রবার আদালতে তাকে প্রেরণ করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন এবং তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
×