ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টাকা ফেরত চাওয়া নিয়ে বাউফলে বাড়ি হামলা ভাংচুর আহত-২

প্রকাশিত: ২৩:০৬, ২৭ জুন ২০২০

টাকা ফেরত চাওয়া নিয়ে বাউফলে বাড়ি হামলা ভাংচুর আহত-২

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৬ জুন ॥ টাকা ফেরত চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর লক্ষ্মীপাশা গ্রামে বাবা ও ছেলের দুটি বসতঘর ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে বাউফল থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, ব্রিক ফিল্ডে শ্রমিক হিসেবে কাজ করার জন্য একই গ্রামের আলম আকনের তিন ছেলে বেল্লাল, জাহিদ ও আরাফাদ লাল মিয়া আকনের ছেলে জাকারিয়া আকনের কাছ থেকে ৪৫ হাজার টাকা নেয়। তারা কয়েকদিন কাজ করার পরে পালিয়ে গ্রামের বাড়ি চলে আসেন। ঘটনার দিন জাকারিয়া তাদের কাছে টাকা ফেরত চাইলে তাদের সঙ্গে তর্কবিতর্ক হয় এক পর্যায়ে তারা নাসির আকন, বশির আকনসহ ১০-১২ জন লোক নিয়ে লাল মিয়া আকন ও তার ছেলে রাশেল আকনের বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং ব্রিক ফিল্ডের দাদনের নগদ টাকা ১ লাখ ২০ হাজার , স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ সময় বাধা দেয়ায় রাশেল আকনের স্ত্রী রোকসানা বেগম (২৪) ও তার ছোট ভাই জাকারিয়ার স্ত্রী মাহমুদা বেগম (২২) বেধরক মারাধর করা হয়। এ ঘটনায় লাল মিয়া বাদী হয়ে শুক্রবার বাউফল থানায় একটি মামলা দায়ের করেছেন।
×