ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনীর মানবিক সহায়তা

প্রকাশিত: ২২:৫১, ২৭ জুন ২০২০

সেনাবাহিনীর মানবিক সহায়তা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ কাঁধের এক পাশে শত্রুকে ঘায়েল করার অস্ত্র অপর পাশে মানবতার খাদ্য নিয়ে পাহাড় থেকে পাহাড়ে ছুটে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সেনাসদস্যরা। ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার সকালে মাটিরাঙ্গা জোনের আওতাধীন প্রত্যন্ত আদর্শগ্রাম, দলিয়াপাড়া, লাতু লিডারপাড়া, ইসলাম নগরসহ বিভিন্ন এলাকার জনসাধারণের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেন জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার। এ সময় করোনা মহামারীতে পাহাড়ের হত-দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সেনাবাহিনীর এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলেনও জানান তিনি।
×