ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সহজ সুধায় দাও না ভরে

প্রকাশিত: ২২:২১, ২৭ জুন ২০২০

সহজ সুধায় দাও না ভরে

পরিস্থিতি মোটেও সহজ নয়। করোনা কমবে না বাড়বে সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না। বাংলাদেশে কি ১ম ধাপের সংক্রমণ চলছে, না ২য় ধাপের সংক্রমণের সার্জ চলছে তাও বলা যাচ্ছে না। এ সময়ে কয়েকটি বিষয়ে সতর্ক হওয়া খুবই জরুরী। * নিজে নিজের সুরক্ষা নিশ্চিত করতে হবে। মুখে মাস্ক ছাড়া কোথাও বের হওয়া যাবে না। হাত ধোয়ার অভ্যাস অব্যাহতভাবে বজায় রাখতে হবে। গলাগলির অভ্যাস ত্যাগ করুন দয়া করে। দূরত্ব বজায় রাখুন। সাবান দিয়ে হাত ধুলে জীবাণু মরে যায় এটাই একমাত্র প্রমাণিত সত্য। *হাসপাতালগুলোতে সাধারণ চিকিৎসা অব্যাহত রাখতে হবে। সেজন্য যে প্রত্যেক হাসপাতালকে রেড ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করতে হবে। রেড জোন কোভিড চিকিৎসা করবে। ইয়েলো জোন কোভিড না নন-কোভিড তা পার্থক্য করবে। আর গ্রিন জোনে নন-কোভিডের চিকিৎসা করতে হবে। *ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সে কোভিডে কিংবা নন কোভিডে ফঁঃু করুক না কেন। * পর্যবেক্ষণ মূলক যে ওষুধগুলো ব্যবহার হচ্ছে তা করে যেতে হবে। * নমুনা সংগ্রহের সময় সংক্রমণ না ঘটে সে ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরকে নজর রাখতে হবে। গ্লাভস্ পাল্টানো হচ্ছে কিনা প্রতিটি নমুনা সংগ্রহের পর সে ব্যাপারে নজর রাখতে হবে। অথবা নমুনা সংগ্রহের পর বুথের গ্লাভসের বাইরের অংশ বারবার পরিষ্কার করা হচ্ছে কিনা তা দেখতে হবে। ডাঃ এটিএম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯।
×