ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাপানের উপকূলে চীনা সাবমেরিনের উপস্থিতি

প্রকাশিত: ২১:৫৫, ২৭ জুন ২০২০

জাপানের উপকূলে চীনা সাবমেরিনের উপস্থিতি

সন্দেহজনক একটি সাবমেরিন জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কাগোশিমা জেলার আমামি ওশিমা দ্বীপ সংলগ্ন এলাকায় দেখা গেছে। সাবমেরিনটি চীনের হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে জাপানের প্রতিরক্ষা সূত্র এ বিষয়ে নিশ্চিত নই বলে জানিয়েছে। জাপান টাইমস। দেশটির মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স গত ১৮ জুন বৃহস্পতিবার জাপানের উপকূলে ওই সাবমেরিন চিহ্নিত করে। কয়েকদিন আগে এটিকে জাপানের ইওকোটো জিমা আইল্যান্ডের কাছে দেখা গিয়েছিল বলে জানা গেছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কোন ওই সাবমেরিন সম্পর্কে সব ধরনের তথ্য সংগ্রহ করতে বলেছেন। কর্মকর্তারা বলছেন, সাবমেরিনটি ওই এলাকায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অবস্থান করছিল এবং আমামি ওশিমা ও তোকারা দ্বীপের মাঝখানে অবস্থিত একটি সরু সমুদ্র পথ দিয়ে পরিচালিত হচ্ছিল। তারা দাবি করেছেন, এটি জাপানের জলসীমা থেকে মাত্র প্রায় ১০ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করে যায়।
×