ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইতালিতে ডিসেম্বরেই করোনার অস্তিত্ব ছিল ॥ গবেষণা

প্রকাশিত: ২১:৫৫, ২৭ জুন ২০২০

ইতালিতে ডিসেম্বরেই করোনার অস্তিত্ব ছিল ॥ গবেষণা

ইতালিতে গত বছরের ডিসেম্বরেই নতুন করোনাভাইরাসের অস্তিত্ব ছিল। দেশটির দুই শহরের নর্দমার পানি পরীক্ষার পর এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। দেশটিতে ফেব্রুয়ারির মাঝামাঝি প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল। অথচ ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (আইএসএস) গবেষকরা মিলান ও তুরিনের নর্দমার পানির ১৮ ডিসেম্বরের নমুনাতে নতুন করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়ার কথা জানালেন। ওই বিজ্ঞানীরা গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ইতালির উত্তরাঞ্চলীয় বেশ কয়েকটি শহরের বর্জ্য পানি শোধনাগারের ৪০টি নমুনা পরীক্ষা করে এ সিদ্ধান্তে পৌঁছান। খবর বিবিসির। আইএসএসের বিশেষজ্ঞ গিউসেপ্পে লা রোসা বলেন, ‘অক্টোবর ও নবেম্বরের নমুনাতে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। এর অর্থ হচ্ছে, ভাইরাস তখনও ইতালিতে পৌঁছায়নি। বোলোনার নর্দমার পানি জানুয়ারির নমুনায় ভাইরাস শনাক্ত হয়েছে।’ ইতালিতে লম্বার্দি অঞ্চলের কোদোনিও শহরে প্রথম স্থানীয়ভাবে আক্রান্ত কোভিড-১৯ রোগীর সন্ধান মেলে; ২১ ফেব্রুয়ারি শহরটি অবরুদ্ধ ঘোষণা করার পর একে একে লম্বার্দি ও পার্শ্ববর্তী ভেনেতো অঞ্চলেও আরও ৯টি শহরেও লকডাউন দেয়া হয়। সংক্রমণ প্রতিরোধে পুরো ইতালিজুড়ে লকডাউন ঘোষণা হয় মার্চের শুরুতে। দেশটিতে শনিবার পর্যন্ত কোভিড-১৯ এ ৩৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিকে বর্জ্য পানির নমুনায় ভাইরাসের অস্তিত্ব শনাক্তকরণ পরীক্ষাকে ‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’ বলছে আইএসএস। এর মাধ্যমে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার আগেই ভাইরাসের উপস্থিতি সম্পর্কে অবগত হওয়া যায়। বিশ্বের অনেক দেশই এখন এ পদ্ধতি ব্যবহার করছে। চীনে নতুন করোনাভাইরাসের আবির্ভাবের খবর মেলে গত বছরের ডিসেম্বরে; ওই একই সময়ে ইউরোপেও ভাইরাসটির অস্তিত্ব ছিল বলে বেশ কয়েকটি গবেষণায় উঠে এসেছে।
×