ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে প্রচারাভিযান

প্রকাশিত: ২১:৩১, ২৭ জুন ২০২০

বাগেরহাটে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে প্রচারাভিযান

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ ও ডেঙ্গু মশার প্রজনন রোধে সচেতনতামূলক প্রচারাভিযানে নেমেছে ১৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মিলিত উদ্যোগ কোভিড রেসপন্স ইউনিটি। বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে শারীরিক দূরত্ব বজায় রেখে এই প্রচারাভিযান কর্মসূচীর উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ। ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে জীবাণুনাশক ওষুধ ছিটানো, জনসচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করবে কোভিড রেসপন্স ইউনিটির স্বেচ্ছাসেবক দল। করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বাগেরহাটের এই ১৫টি স্বেচ্ছাসেবী সংগঠন সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতামূলক প্রচার, অসহায় মানুষদের খাদ্য সহায়তাসহ নানা প্রচারমূলক কর্মকা- পরিচালনা করে আসছে। এই সংগঠনগুলো সম্প্রতি যৌথভাবে সভা করে এই কর্মসূচী হাতে নিয়েছে।
×