ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনায় জবি প্রশাসনকে ছাত্রলীগের ৫ দাবি

প্রকাশিত: ২১:২৯, ২৭ জুন ২০২০

করোনায় জবি প্রশাসনকে ছাত্রলীগের ৫ দাবি

জবি সংবাদদাতা ॥ মহামারী করোনাভাইরাস মোকাবেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনকে আনুষ্ঠানিক ৫ দফা দাবি জানিয়েছে ছাত্রলীগ। করোনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্কট নিরসনে গঠিত কমিটির কাছে এই দাবি পেশ করেন ছাত্রলীগের নেতারা। ছাত্রলীগের দাবিসমূহ হলো, তড়িৎ ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য মানবিক ফান্ড গঠন করে নিজ নিজ বিভাগের মাধ্যমে আর্থিক বৃত্তি প্রদান করতে হবে এবং সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে বাস্তবসম্মত আর্থিক বৃত্তি নির্ধারণ করতে হবে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে করোনা সঙ্কটকালীন সময়ে বাসা ভাড়া কমানোর ব্যবস্থা করে এক মাসের ভেতর বাসার মালিক বরাবর চিঠি পাঠাতে হবে, যে সকল শিক্ষার্থী সমস্যার কারণে বাসা ছেড়ে দিচ্ছে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এক সপ্তাহের ভেতরে নিজ নিজ বিভাগে রাখার ব্যবস্থা করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের জন্য ক্যাম্পাসে করোনাভাইরাস পরীক্ষাগার এবং সার্বক্ষণিক ডাক্তার ও বিনামূল্যে ওষুধ সরবরাহসহ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে, ছাত্রী বোনদের জন্য নির্মিত একমাত্র বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকে আবাসিক হল হিসেবে খুলে দিতে হবে।
×