ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামালপুরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে মির্জা আজম

প্রকাশিত: ২১:২৭, ২৭ জুন ২০২০

জামালপুরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে মির্জা আজম

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৬ জুন ॥ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নে যমুনা নদীর ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। তিনি সম্প্রতি চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় তার নিজ এলাকায় অবস্থানকালে নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং ভাঙ্গনকবলিত পাকরুল গ্রামের মানুষের খোঁজ-খবর নেন। নদী ভাঙ্গনের শিকার মানুষদের পুনর্বাসন করাসহ ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম, পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তৈমুর আলম ও চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×