ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭ টিভি চ্যানেলে সিসিমপুরের বিশেষ পর্ব

প্রকাশিত: ১৯:৫০, ২৭ জুন ২০২০

৭ টিভি চ্যানেলে সিসিমপুরের বিশেষ পর্ব

সংস্কৃতি ডেস্ক ॥ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এলমোর বিশ্ব সংবাদ’ শিরোনামে সিসিমপুরের বিশেষ পর্বটি শনিবার প্রচার হবে দেশের ৭টি টেলিভিশন চ্যানেলে। দীপ্ত টিভিতে সকাল ৭টা ৪৫ মিনিটে, দুরন্ত টিভিতে দুপুর ১ টায়, আরটিভিতে বিকেল ৫টা ৩০ মিনিটে, বাংলা টিভিতে বিকেল ৫টা ৩০ মিনিটে, মাছরাঙা টিভিতে সন্ধ্যা সাড়ে ৬টায়, বিজয় টিভিতে রাত ৯ টায় ও বিটিভিতে রাত সাড়ে ৯টায় প্রচার হবে। এলমো ‘এলমোর বিশ্ব সংবাদ’ নামে একটি অনুষ্ঠান সঞ্চালনা করে। যেখানে ঘরে থেকেই তার সঙ্গে যোগ দেয় হালুম, টুকটুকি, গ্রোভার, বিস্কুট পাগলা, রায়া ও বিশ্বের বিভিন্ন প্রান্তের শিশুরা। হালুম আর টুকটুকিকে দেখা যাবে রিপোর্টারের ভূমিকায়। তারা হাজির হবে বিশেষ খবর নিয়ে। আর তা হলো, শিশুরা এই সময়ে কীভাবে তাদের দুঃখ বা হতাশার মতো গভীর আবেগগুলো অঙ্গভঙ্গি ও নাচের মাধ্যমে প্রকাশ করতে পারে। স্বাস্থ্য রিপোর্টার রায়া দেখাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তের শিশুরা কে কীভাবে স্বাস্থ্যকর অভ্যাস পালন করছে। আবহাওয়া রিপোর্টার গ্রোভার দেখাবে কীভাবে কল্পনায় আমরা বাইরের পৃথিবীকে ঘরে নিয়ে আসতে পারি। সিসিমপুরের বিশেষ রিপোর্টার বিস্কুট পাগলা বর্ণনা করেছে, কীভাবে পরিবারের সবাই একটি করে ‘খুশির বাক্স’ তৈরি করতে পারে। যে বাক্সে সবাই যার যার প্রিয় জিনিসটি রাখতে পারে। লেগো ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় নির্মিত এই বিশেষ পর্বটি বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রচারিত হচ্ছে।
×