ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অগ্নিকাণ্ডের ৭ ঘণ্টা পর গ্যাস সরবরাহ সচল

প্রকাশিত: ১৭:২৯, ২৬ জুন ২০২০

অগ্নিকাণ্ডের ৭ ঘণ্টা পর গ্যাস সরবরাহ সচল

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর শেওড়াপাড়ার ইকবাল রোডে গ্যাসলাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় দীর্ঘ সাত ঘণ্টা বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ সচল হয়েছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও আগুনে গ্যাসলাইন ফেটে যাওয়ায় বন্ধ রাখতে হয় সরবরাহ। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (টিজিটিডিসিএল) জরুরি সেবা বিভাগ অগ্নিদুর্ঘটনার গ্যাসলাইন মেরামত শুরু করায় বন্ধ হয়ে যায় মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডির একাংশ, শ্যামলী ও কল্যাণপুর এলাকায় গ্যাস সরবরাহ। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার মানুষ পড়েন বিপাকে। সকাল সাড়ে ৭টায় সরবরাহ বন্ধ হওয়ার পর শুক্রবার আড়াইটার দিকে মেরামত সম্পন্ন শেষে পুনরায় সচল হয় গ্যাস সরবরাহ। রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণ কোম্পানি তিতাসের জরুরি সেবা শাখার ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন জানান, গ্যাসলাইনে আগুন লাগার পর তা আর নেভানো যাচ্ছিল না। তাই আগুন নেভাতে গাবতলী ডিআরএস বন্ধ করতে হয়। তিনি বলেন, অগ্নিদুর্ঘটনার পর থেকেই মেরামতের কাজ চলছিল। যে কারণে শুক্রবার দুপুর পর্যন্ত মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডির আংশিক, শ্যামলী ও কল্যাণপুরে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। গ্যাসলাইনের মেরামতের কাজ শেষে গ্যাস সরবরাহ ফের চালু হয়েছে। এর আগে শুক্রবার (২৬ জুন) ভোর ৪টা ৪৩ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টার পর সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
×