ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মার্কিন সুপ্রিম কোর্টে অভিবাসী ফেরত পাঠানোয় নতুন রুল জারি

প্রকাশিত: ১৪:৩৩, ২৬ জুন ২০২০

মার্কিন সুপ্রিম কোর্টে অভিবাসী ফেরত পাঠানোয় নতুন রুল জারি

অনলাইন ডেস্ক ॥ মার্কিন সুপ্রিম কোর্টের নতুন এক আদেশে অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষমতা বেড়েছে ট্রাম্প প্র্রশাসনের। কিছু আশ্রয়প্রার্থীর দাবি ফেডারেল বিচারকের কাছে না পাঠিয়ে তাদের তাৎক্ষণিক ফেরত পাঠানোর বিষয়ে বৃহস্পতিবার রুল জারি করেছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। ৭-২ ভোটে জেতা এ রুলে বলা হয়েছে, যেসব আশ্রয়প্রার্থী তাদের দাবির স্বপক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হবে তারা তাৎক্ষণিক ফেরত পাঠানোর যোগ্য বলে বিবেচিত হবে শ্রীলঙ্কার সংখ্যালঘু তামিল জনগোষ্ঠির এক অভিবাসীর আশ্রয় প্রসঙ্গে শুনানিতে এ আদেশ দেন মার্কিন আদালত। ওই ব্যক্তি শ্রীলঙ্কা থেকে পালিয়ে আসলেও দেশে ফিরলে তার কী ক্ষতি হতে পারে তার পর্যাপ্ত তথ্য উপস্থাপনে ব্যর্থ হন। সম্প্রতি মেক্সিকো সীমান্ত পার হওয়ার পরপরই আটক হন ওই শ্রীলঙ্কান। ২০০৪ সাল থেকে যুক্তরাষ্ট্র সীমান্তের ১০০ মাইলের ভেতর এবং প্রবেশের ১৪ দিনের মধ্যে আটক অবৈধ অভিবাসীদের তাৎক্ষণিক ফেরত পাঠাচ্ছে দেশটি। ক্ষমতায় আসার পর থেকেই এ কার্যক্রমের ব্যপ্তি বা ফেরত পাঠানোর বিষয়ে কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। তবে গত মঙ্গলবার এ ধরনের একটি পরিকল্পনা বাতিল করে দিয়েছেন ফেডারেল আদালত। সূত্র: এপি
×