ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে লকডাউনে কড়া নজরদারি, নতুন করোনা আক্রান্ত ১০

প্রকাশিত: ১৪:২০, ২৬ জুন ২০২০

মির্জাপুরে লকডাউনে কড়া নজরদারি, নতুন করোনা আক্রান্ত ১০

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে রেড জোন হিসেবে চিহ্নিত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে কড়া নজরদারির মধ্যে চলছে লকডাউন। দ্বিতীয় দফায় ঘোষিত এই লকডাউনে আজ আজ শুক্রবার শুধু দোকানপাট নয়, কাঁচা বাজারসহ মির্জাপুরের সপ্তাহিক হাটও বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। মির্জাপুরে দিনকে দিন করোনা আক্রান্তের সংখ্যা অস্বাভাবি হারে বৃদ্ধি পাওয়ায় মির্জাপুর প্রশাসন সংক্রমণ প্রতিরোধে নড়েচরে বসেছে। এদিকে গত ২৪ ঘন্টায় এক পুলিশ সদস্য ও দুই সহোদর ভাইসহ নতুন করে আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে মির্জাপুর উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১শ ৫৫ জনে। শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম এ তথ্য জানিয়েছেন। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, করোনা আক্রান্ত দুই পুলিশ সদস্যকে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশপাশের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
×