ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে কাছিপাড়া টু কালিশুরি সড়কের বেহাল অবস্থা

প্রকাশিত: ১৪:১৭, ২৬ জুন ২০২০

বাউফলে কাছিপাড়া টু কালিশুরি সড়কের বেহাল অবস্থা

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বাউফলের কাছিপাড়া টু কালিশুরি সড়কের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে । সড়কটির প্রায় সব অংশে ইট, পাথর ও খোয়া উঠে গিয়ে কাঁদামাটিতে পরিণত হয়েছে। এর ফলে ওই দুই ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। জানা গেছে, কাছিপাড়া ও কালিশুরি ইউনিয়নের মানুষ এই সংযোগ সড়কটি দিয়ে উপজেলার সদরের সাথে যোগযোগ রক্ষা করে আসছেন । ২০১৬-১৭ইং অর্থ বছরে স্থাণীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে এই সড়কটি নির্মাণ করা হয়। এরপর আর সংস্কার করা হয়নি। বর্তমানে সড়কটির বিটুমিন, ইট, পাথর ও খোয়া উঠে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে। এর ফলে এই দুই ইউনিয়নের মানুষ যাতায়তে দুর্ভোগের শিকার হচ্ছেন। এ ছাড়াও মালবাহি ট্রাক, ট্রলিসহ বিভিন্ন ধরণের যানবাহন চলচলে বিঘ্নিত হচ্ছে। কাছিপাড়া বাজারে মুদি দোকানি জয়নাল আকন বলেন, ‘সড়কটি দেখলে মনে হয়, এখানে ধান রোপন করা হবে। তাই নাঙ্গল দিয়ে চাষ করা হয়েছে।’ এই সড়কটির বেহাল অবস্থার কারণে বর্তমানে ওই দুই ইউনিয়নের মানুষ প্রায় ১৫ কিলোমিটার পথ ঘুরে কনকদিয়া বগা হয়ে উপজেলা সদরে আসছেন। স্থানীয় বাসিন্দারা সড়কটি চলচল উপযোগি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।
×