ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে করোনায় নতুন আরো ২২ জনসহ আক্রান্ত ৬৩০

প্রকাশিত: ১৪:১৫, ২৬ জুন ২০২০

মাদারীপুরে করোনায় নতুন আরো ২২ জনসহ আক্রান্ত ৬৩০

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে নতুন আরো ২২জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজৈরে ১৬জন ও শিবচর উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, তার মেয়ে এবং হাইওয়ে পুলিশের ২ সদস্যসহ ৬জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৩০ জনে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে আজ শুক্রবার সকালে জানা গেছে গত ২৪ ঘন্টায় করোনার কোনো রোগী সুস্থ হয়নি। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১৯৩ জন। ২৪ ঘন্টায় জেলা থেকে নমুনা কোনো প্রেরণ করা হয়নি। ঢাকায় নমুনা পেন্ডিং থাকা সত্তেও গত ৩দিন কোনো ফলাফল পাওয়া যায়নি। নতুন আক্রান্তসহ ৪২৮ জন হাসপাতালের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৫ ও ১৬ জুনের প্রেরিত ৮৪জনের নমুনার ফলাফল আসে স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ২২ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। বাকীগুলো নেগেটিভ এসেছে। আজ বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭টা পর্যন্ত জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৩০জনে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ। এদিকে জেলা থেকে প্রেরিত নমুনার ফলাফল পেতে ৮/১০ দিন সময় অতিবাহিত হওয়ায় জেলার রেডজোনসহ সর্বত্র করোনা সংক্রমনের ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ পর্যন্ত জেলা থেকে নমুনা প্রেরণ করা হয়েছে ৫হাজার ৪৪৭এবং এ পর্যন্ত ফলাফল রিপোর্ট পাওয়া গেছে ৪ হাজার ২৮১ জনের। জেলায় মোট আক্রান্ত ৬৩০ জনের মধ্যে সদর উপজেলায় ২১৪ জন, শিবচর উপজেলায় ৯৬ জন, রাজৈর উপজেলায় ১৮৫ জন এবং কালকিনি উপজেলায় ১২৬ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯জন। করোনার উপসর্গ নিয়ে ১৪জন মারা গেলেও এদের কোনো পরিসংখ্যান স্বাস্থ্য বিভাগের কাছে নেই।
×