ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রামোসের কৃতিত্বে ফের শীর্ষে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০০:৪৫, ২৬ জুন ২০২০

রামোসের কৃতিত্বে ফের শীর্ষে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার ॥ ডিফেন্ডার হিসেবে স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড আগেই গড়েছেন সার্জি রামোস। তারকা এই ফুটবলার আবারও করেছেন দৃষ্টিনন্দন গোল। বুধবার রাতে রিয়ালের অনুশীলন মাঠ আলফ্রেডো ডি স্টেফানোতে সফরকারী মায়োর্কার বিরুদ্ধে ফ্রিকিক থেকে করেন লক্ষ্যভেদে। এর আগে ব্রাজিলিয়ান তরুণ ভিনসিয়াস জুনিয়র গোল করেন গ্যালাক্টিকোদের হয়ে। সবমিলিয়ে ২-০ গোলের জয় নিয়ে লা লিগায় ফের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে রিয়াল। বর্তমানে ৩১ ম্যাচ শেষে রিয়াল ও বার্সিলোনা দু’দলেরই ভা-ারে জমা ৬৮ পয়েন্ট করে। কিন্তু হেড টু হেডে এগিয়ে থেকে রিয়াল এক ও বার্সার অবস্থান দুইয়ে। গত ১১ জুন থেকে শুরু হওয়া লীগে গ্যারেথ বেলের ওপর তেমন আস্থা রাখছেন না রিয়াল কোচ জিনেদিন জিদান। তবে রোটেশন পদ্ধতি বজায় রেখে ১৬ ফেব্রুয়ারির পর প্রথমবারের ওয়েলস অধিনায়ককে মূল একাদশে খেলান জিদান। ফরাসী গ্রেটের পছন্দের একাদশে অবশ্য সবাইকে ছাড়িয়ে ভিনসিয়াসই এগিয়ে ছিলেন। ১৯ মিনিটে গোল করা ছাড়াও ব্রাজিলিয়ান তরুণের একটি শট পোস্টে লেগে প্রতিহত হয়। লুকা মডরিচের পাস থেকে গোলটি করেন ভিনসিয়াস। তবে ৫৬ মিনিটে দুর্দান্ত ফ্রিকিকে গোল করে ম্যাচের সব আর্কষণ নিজের করে নেন রামোস। মায়োর্কার দেয়ালের ওপর দিয়ে তার কার্লিং শট আটকানোর সাধ্য ছিল না সফরকারী গোলরক্ষক মানোলো রেইনার। এবারের মৌসুমে এ নিয়ে ক্যারিয়ার সর্বোচ্চ আট গোল করেছেন রিয়াল অধিনায়ক। এর আগে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে পেনল্টিতে গোল করে লা লিগায় ডিফেন্ডার হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েন তিনি। ম্যাচ শেষে বার্সিলোনা ডিফেন্ডার জেরার্ড পিকেকে একহাত নেন রামোস। এর আগে পিকে রিয়ালের প্রতি রেফারিদের দুর্বলতার অভিযোগ করেছিলেন। এর জবাব দিয়ে রামোস বলেন, সংবাদমাধ্যমে অনেক শোরগোল হচ্ছে কারণ আমরা শীর্ষে। এর আগে এত কথা হয়নি। আমরা এসবে পাত্তা দেই না। মনে হয় না রেফারিরাও প্রভাবিত হয়। নেতা হওয়ার জন্য রেফারিদের ধন্যবাদ। মানুষের এসব ভাবনা ঠিক না। তারকা এই ডিফেন্ডার আরও বলেন, এখন শেষ সাত ম্যাচ বাকি। করোনভাইরাসের বছরে একটি লীগই হবে এবং আমরা এটা সমর্থকদের জন্যই জিততে চাই। অধিনায়কের বীরচির পারফর্মেন্সে খুশি রিয়াল কোচ জিনেদিন জিদানও। তিনি ম্যাচ শেষে বলেন, রামোসের গোল নিয়ে আমি রোমাঞ্চিত। এটি গুরুত্বপূর্ণ ছিল। সে আমাদের অধিনায়াক, আমাদের নেতা। ডিফেন্সে সে আরও একবার সুর বেঁধে দিয়েছে। অন্য প্রান্তে গিয়েও তার গোলটি নিয়ে আমি খুবই খুশি। ফ্রিকিক নিয়ে সে কাজ করছে। তার জন্য এটি তৃপ্তিদায়ক, আমাদের জন্যও। ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত রামোসকে রিয়ালে দেখতে চান জানিয়ে জিদান আরও বলেন, রামোস এখানকার (বার্নাব্যু) আপন একজন। অনেক বছর ধরে সে এখানে আছে। তার উচিত এখানে থেকেই অবসরে যাওয়া। আমি মনে করি এটিই হবে। রামোসের কীর্তির ম্যাচে মাত্র ১৫ বছর ২১৯ দিন বয়সে ম্যাচের ৮৩ মিনিটে খেলতে নেমে লা লিগায় সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন মায়োর্কার লুকা রোমেরো। অনেকে তাকে মেক্সিকান মেসি হিসেবেও চেনেন। এই তরুণই লা লিগায় অভিষেকে ৮০ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গেছেন। মেক্সিকোয় জন্ম হলেও, বাবা আর্জেন্টাইন হওয়ায় সেখানেই যুবদলে খেলেন। আর ক্লাব পর্যায়ে মায়োর্কার হয়ে পরশু রাতে হয়েছে অভিষেক। রোমেরো ভেঙ্গেছেন সানসনের রেকর্ড। তার ১৯৩৯-৪০ মৌসুমে সেল্টা ভিগোর হয়ে ১৫ বছর ২৫৫ দিনে লা লিগায় অভিষেক হয়েছিল।
×