ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্রিকেটারদের জন্য বিসিবির করোনা এ্যাপ

প্রকাশিত: ০০:৪৩, ২৬ জুন ২০২০

ক্রিকেটারদের জন্য বিসিবির করোনা এ্যাপ

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটারদের শারীরিক ও মানসিক দিকটি সার্বক্ষণিক খেয়াল রাখতে এবং অবস্থা প্রতিদিন বুঝতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করোনা এ্যাপ এনেছে। এ্যাপের নাম দেয়া হয়েছে কোভিড-১৯ ওয়েল বিয়িং এ্যাপ। এই এ্যাপ দিয়ে ক্রিকেটাররা করোনায় আক্রান্ত হয়েছেন কি না এ বিষয়ে জানতে পারবে বোর্ড। প্রাথমিকভাবে জাতীয় দলের ক্রিকেটারসহ ৪০ জনকে করোনা এ্যাপ দিয়েছে বিসিবি। এই এ্যাপে ক্রিকেটারদের জন্য করোনা উপসর্গ সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন থাকবে। প্রতিদিন সব ক্রিকেটারকে এসব প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তর যাচাই করে তাদের স্বাস্থ্যগত অবস্থা মূল্যায়ন করবে বিসিবির মেডিকেল টিম। বিসিবির এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ম্যানেজার নাসির আহমেদ এ্যাপটি নিয়ে বলেন, ‘এতে আমরা ১৮টি প্রশ্ন রেখেছি। বেশির ভাগই কোভিডের উপসর্গবিষয়ক। কে কতক্ষণ ঘুমিয়েছে, জ্বর বা গায়ে ব্যথা আছে কি না, পাতলা পায়খানা হচ্ছে কি না, কোভিড-১৯ রোগীর সংস্পর্শে এসেছে কি না, মানসিক অবস্থা কেমন ইত্যাদি তথ্য খেলোয়াড়েরা এখানে দেবে। প্রতিদিন তারা তথ্যগুলো জানাবে। তাদের উত্তরের ওপর লাল, নীল, হলুদ চিহ্নিত করা হবে। এ্যাপটাই স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেবে কে কোন জোনে পড়েছে। এরপর মেডিক্যাল বিভাগ বাকিটা দেখবে।’ করোনা ঝুঁকির এই সময়ে তিন মাস ধরে গৃহবন্দী ক্রিকেটাররা। ঘরে থেকে ফিটনেস নিয়ে কাজ করেছেন। তবে তা দিয়ে কী আর শতভাগ ফিটনেস ঠিক রাখা যায়? অনুশীলনেও ফিরতে পারছে না কেউ। আবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু ও নাফিস ইকবাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবে বিসিবি এই এ্যাপটি এনেছে। বাকিদের যাতে এমন সমস্যায় পড়তে না হয়, এজন্য বাড়তি সতর্কতা নিচ্ছে বিসিবি। জাতীয় দল, অনুর্ধ-১৯ দল মিলিয়ে ৭০ ক্রিকেটারকে এই এ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে বিসিবি। মূলত জাতীয় দলের চুক্তিভুক্ত প্রত্যেক ক্রিকেটার (পুরুষ, মহিলা), এমনকি অনুর্ধ-১৯ দলের ক্রিকেটারদের এই এ্যাপসের মাধ্যমে নজরদারিতে রাখবে বিসিবি। প্রতিদিন ঘুম থেকে উঠেই ক্রিকেটারদের প্রশ্নগুলোর উত্তর এ্যাপে দিতে হবে। তখন কার কী অবস্থা বুঝে নেবে বিসিবির মেডিক্যাল টিম। বিসিবি আগে থেকেই ক্রিকেটারদের জন্য ‘এ্যাথলেট ম্যানেজমেন্ট সফটওয়্যার’ ব্যবহার করত। সেই এ্যাপেই এখন করোনা সম্পর্কিত প্রশ্নাদি যোগ করা হয়েছে। এই সম্প্রসারিত অংশকেই এখন কোভিড-১৯ ওয়েল বিয়িং এ্যাপ বলছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘আগে থেকেই বেশ কিছু সফটওয়্যার ব্যবহার করে আসছি আমরা। এর একটি এ্যাথলেট ম্যানেজমেন্ট সফটওয়্যার। সেটিরই সম্প্রসারিত অংশ এই কোভিড-১৯ ওয়েল বিয়িং এ্যাপ। এর মাধ্যমে ক্রিকেটারদের স্বাস্থ্যের খোঁজখবর রাখব আমরা। ক্রিকেটাররা নিজেদের ফোনে এই এ্যাপ ব্যবহার করবে। সেখানে একটি প্রশ্নপত্র থাকবে ওদের জন্য। ওরা এর জবাব দেবে প্রথমে। তারপর প্রতিদিন সকালে কিছু প্রশ্নের উত্তর দেয়ার মাধ্যমে নিজেদের অবস্থা ওরা জানাবে। যা করতে সর্বোচ্চ ৩০-৪০ সেকেন্ড লাগবে। আমাদের মেডিক্যাল টিম তাদের উত্তর দেখে কারও উপসর্গ আছে বলে মনে করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
×