ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে জনশক্তি তৈরিতে কর্মশালা

প্রকাশিত: ০০:৩৫, ২৬ জুন ২০২০

নীলফামারীতে জনশক্তি তৈরিতে কর্মশালা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীতে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদের আয়োজনে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সামাজিক দূরত্ব মেনে বেলা ১১টা থেকে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রধান অতিথি জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘বর্তমানে বিশ্বের ১৭৩টি দেশে ১ কোটি ২০ লাখের অধিক বাংলাদেশী কর্মী বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। তারা বছরে গড়ে ১৬ বিলিয়নের অধিক মার্কিন ডলার রেমিটেন্স আয় করছেন। আরও কর্মসংস্থান বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ বছরে ১ কোটি ২৮ লাখ মানুষের কর্মসংস্থান সৃজনের পরিকল্পনা নিয়েছেন। সে পরিকল্পনায় আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলা থেকে বছরে ১ হাজার দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আমরা সে লক্ষ্য পূরণে কাজ করছি’। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ এলিনা আকতারের সভাতিত্বে ওই কর্মশালায় অন্যদের মধ্যে বক্তৃতা দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রশীদ মঞ্জু, নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
×