ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশী রাখাল নিহত

প্রকাশিত: ০০:৩৪, ২৬ জুন ২০২০

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশী রাখাল নিহত

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৫ জুন ॥ পাটগ্রাম উপজেলার জগৎবের সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান(২৫) নামে এক বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হয়ে পালিয়ে এসে হাসপাতালে নেয়ার পথে মারা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে। নিহত মিজান পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলিবাড়ী গ্রামের ভুট্টু মিয়ার ছেলে। সে পেশায় ভারতীয় গরু ব্যবসায়ীর রাখাল। জানা গেছে, ভারতীয় গরুর চোরাকারবারির একটি দলের হয়ে নিহত মিজান কাজ করে। সে বৃহস্পতিবার ভোর রাতে ভারতীয় গরু পাচারকারী দলের আহ্বানে বাংলাদেশে গরু আনতে যায়। উপজেলার জগৎবেড় ইউনিয়নের ভ্যারভেরিরহাট সীমান্তের ৮৬২ মেইন পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশ করে গরু চোরাকারবারির প্রায় ১২ জনের গ্রুপটি। এ সময় ভারতীয় বিএসএফ-১৪০ ব্যাটালিয়নের রানীনগর ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের দেখে ফেলে। চোরাকারবারির দলটি কে লক্ষ্য করে বিএসএফ এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় মিজানুর রহমান মিজান। আহত অবস্থায় সতীর্থরা তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
×