ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুমিল্লায় পুলিশ পরিদর্শক ও দারোগাসহ গ্রেফতার ৫

প্রকাশিত: ০০:৩৩, ২৬ জুন ২০২০

কুমিল্লায় পুলিশ পরিদর্শক ও দারোগাসহ গ্রেফতার ৫

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৫ জুন ॥ কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শহিদুর রহমান নামে সিআইডির পুলিশের এক পরিদর্শক ও রাকিবুল হাসান নামে টুরিস্ট পুলিশের এক দারোগাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১ উত্তরা ঢাকার একটি দল বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে দাউদকান্দি থানায় মামলা দায়ের করে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। র‌্যাব-১ সূত্রে থেকে জানা গেছে, বুধবার গভীর রাতে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার আটক করে এতে তল্লাশি চালায়। এ সময় র‌্যাব ওই প্রাইভেটকার থেকে ১৮ হাজার ৪৭০ ইয়াবা, ৪৫ বোতল ফেনসিডিল ও ৯টি মোবাইল ফোন উদ্ধার করে। এ সময় র‌্যাব মাদক বহনের দায়ে ওই প্রাইভেটকারের আরোহী মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বালাসুর গ্রামের হেলাল ভূঁইয়ার ছেলে আরিফুল ইসলাম, ঢাকার উত্তরা ১৪নং সেক্টরের বাসা নং- ৬০ এর জামাল হোসেন, রাজশাহীর বাঘা থানার বাদুভাঙ্গা গ্রামের শাহ আলম, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বনামালী গ্রামের রাকিবুল হাসান, মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম শিকাড়মঙ্গল গ্রামের শহীদুর রহমানকে গ্রেফতার করে।
×