ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুলনায় লকডাউন সফল করতে পুলিশের তৎপরতা

প্রকাশিত: ০০:৩৩, ২৬ জুন ২০২০

খুলনায় লকডাউন সফল করতে পুলিশের তৎপরতা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে খুলনা সিটি কর্পোরেশনের ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং জেলার রূপসার আইচগাতি ইউনিয়নকে রেডজোন ঘোষণা করা হয়েছে। এ তিনটি এলকায় বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১৬ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২১ দিন লকডাউন হিসেবে চিহ্নিত থাকবে। লকডাউন কঠোরভাবে যাতে পালন করা হয় তার জন্য মাঠ পর্যায়ে পুলিশকে নির্দেশ দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও জেলা পুলিশ। লকডাউন সফলভাবে পালন করতে বৃহস্পতিবার পুলিশের ব্যাপক তৎপরতা দেখা গেছে। লকডাউন ঘোষিত এলাকার বিভিন্ন রাস্তার প্রবেশ পথ বন্ধ করতে দেখা গেছে। লকডাউন ভেঙ্গে যাতে কেউ বাইরে না বের হয় সে বিষয়ে সতর্কতামূলক প্রচার চলছে। রেড জোনে ঢোকা-বের হওয়ার ক্ষেত্রে দারুণ কড়াকড়ি করা হবে বলে জানিয়েছেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম। তিনি জানান, লকডাউন সফল করতে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। লকডাউন সফল করতে খুলনা সিটি কর্পোরেশনের ১৭ ও ২৪ নং ওয়ার্ডের ৪৮ সড়কের প্রবেশ দ্বারে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। এসব স্থানে লকডাউন শুরু থেকে ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন থাকবে। বাইরের লোককে ভেতরে ঢুকতে দেয়া হবে না। লকডাউন এলাকা থেকেও যাতে বাইরে কেউ বেরোতে না পারেন সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখবে পুলিশ।
×