ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় টোল আদায়কারী নিহত

প্রকাশিত: ০০:৩১, ২৬ জুন ২০২০

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় টোল আদায়কারী নিহত

নিজস্ব সংবাদদাতা, সীতাকু- ॥ চট্টগ্রামের সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় মোঃ নুরুল করিম (৩৮) নামে এক টোল আদায়কারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সীতাকু- পৌরসদর বাইপাস বাসস্টপেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত টোল আদায়কারী উপজেলার মুরাদপুর গুলাবাড়িয়া এলাকার মৃত সালামত উল্ল্যাহ প্রকাশ জুনুর পুত্র। জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের ন্যায় সীতাকু- পৌরসভার ইজারাদারের টোল আদায় (টাকা সংগ্রহ) করতে মহাসড়কের বাইপাস এলাকায় অবস্থান করছিল করিম। এ সময় মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হতে গিয়ে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাকে দ্রুত সীতাকু- স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আনোয়ারায় আহত ব্যবসায়ীর মৃত্যু আনোয়ারা সংবাদদাতা জানান, দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা পিএবি সড়কে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ী মোঃ গিয়াস উদ্দিন (৪৩) মারা গেছেন। দুর্ঘটনার তিন দিন পর বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত গিয়াস উদ্দিন আনোয়ারা উপজেলার মোহাম্মদপুর গ্রামের আবদুস সালামের ছেলে। উল্লেখ্য, ২২ জুন বেলা সাড়ে ১২টার দিকে ব্যবসায়িক কাজে তিনি ফকিরনির হাটে যান। সেখানে রাস্তা পারাপারের সময় সিএনজির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করে।
×