ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৫০ বছর পর ‘বীর বিক্রম’ খেতাব পেলেন রাজশাহীর খালেক

প্রকাশিত: ০০:২৯, ২৬ জুন ২০২০

৫০ বছর পর ‘বীর বিক্রম’ খেতাব পেলেন রাজশাহীর খালেক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং ‘দুর্বার প্লাটুনের’ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রাজশাহীর আবদুল খালেক ৫০ বছর পর মুক্তিযুদ্ধের সম্মানসূচক খেতাব ‘বীর বিক্রম’ এ ভূষিত হয়েছেন। সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। মুক্তিযোদ্ধা আবদুল খালেকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাপালে। মুক্তিযোদ্ধা আবদুল খালেক তার বীরত্বের জন্য খেতাব দাবি করেছিলেন। কিন্তু এতদিন সরকারীভাবে তাকে কোন খেতাব দেয়া হয়নি। সাধারণ মুক্তিযোদ্ধা হিসেবেই তিনি গেজেটভুক্ত হন। মুক্তিযোদ্ধা আবদুল খালেক ১৯৭৩ সালের প্রকাশিত সরকারী গেজেট দিয়ে খেতাবের জন্য ২০১৫ সালে আবেদন করেন। ওই আবেদনের শুনানি শেষে ৬ জুন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় আবদুল খালেককে বীর বিক্রম খেতাব দিয়ে গেজেট প্রকাশ করে। বুধবার তা জানতে পারেন আবদুল খালেক।
×