ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুইটার থেকে বিদায় নিলেন সোনাক্ষী সিনহা

প্রকাশিত: ০০:১৫, ২৬ জুন ২০২০

টুইটার থেকে বিদায় নিলেন সোনাক্ষী সিনহা

সংস্কৃতি ডেস্ক ॥ একটা মৃত্যু নাড়িয়ে দিলো পুরো উপমহাদেশের বৃহত্তম ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডকে। বলিউডে ‘নেপোটিজম’ বা স্বজনপোষণ নিয়ে এখনও উত্তাল সামাজিক মাধ্যম, একের পর এক অভিযোগ চলছেই, বিরূপ মন্তব্যের ঝড় বয়ে যাচ্ছে বলিউডের স্টার-কিডদের নিয়ে। এ ধাক্কা সামলাতে না পেরে অবশেষে সামাজিক মাধ্যম টুইটার থেকে বিদায় নিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সুশান্ত সিং রাজপুত্রের মৃত্যুর পর বলিউডে একদিকে স্বজনপ্রীতি আর অন্যদিকে নবাগতদের প্রতি বিরূপ আচরণের অভিযোগ এখন তুঙ্গে। ইতোমধ্যে বেশ কয়েকজন তারকার নামে মামলাও হয়েছে। করণ জোহর, আলিয়া ভাটসহ অনেক বলিউড তারকার সামাজিক মাধ্যমে ফলোয়ারের সংখ্যা কমে গেছে। ফলে তারকা পরিবারে জন্ম নেয়া অভিনেতা-অভিনেত্রীরা এখন বেশ অস্বস্তিতে আছেন। ঠিক এই পরিস্থিতিতেই শত্রুঘœকন্যা সোনাক্ষী সিনহা টুইটারে লিখলেন, ‘আগ লগে বস্তি মে, মে আপনি মস্তি মে!’ আর সেই পোস্ট করেই নিজের টুইটার এ্যাকাউন্ট ডিএ্যাক্টিভ করে দেন অভিনেত্রী। সোনাক্ষী নিজেও একজন ‘স্টার-কিড’। স্বাভাবিকভাবেই, এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। মূলত সুশান্তের মৃত্যুকে ঘিরে সামাজিক মাধ্যমে যে উথাল-পাতাল শুরু হয়েছে সোনাক্ষী যে সে দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন, তা বোধ হয় আর আলাদা করে বলার প্রয়োজন নেই। সোনাক্ষীর এই মন্তব্যের পর তর্ক-বিতর্ক শুরু হয়েছে নেট দুনিয়াজুড়ে। নেপোটিজম নিয়ে যে চর্চা শুরু হয়েছে, তা তার পছন্দ নয়। তিনি নিজেও হয়ত বিব্রত। তাই বিতর্কে না জড়িয়ে টুইটার এ্যাকাউন্ট থেকে বিরতি নিলেন তিনি।
×