ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতে পানি দেয়া বন্ধ করল ভুটান

প্রকাশিত: ২৩:৫৪, ২৬ জুন ২০২০

ভারতে পানি দেয়া বন্ধ করল ভুটান

এবার ভারতের প্রতিবেশী দেশ ভুটান অসম রাজ্যের বাকসা জেলা দিয়ে প্রবাহিত পানির চ্যানেলটি বন্ধ করে দিয়েছে। কৃত্রিমভাবে তৈরি সেচ চ্যানেলটির (ডং) ওপর নির্ভরশীল বাকসা জেলার অন্তত ২৬টি গ্রামের কৃষক। ১৯৫৩ সাল থেকে চ্যানেলটি দিয়ে ভুটান থেকে প্রবাহিত হয়ে আসা পানির মাধ্যমে চাষাবাদের কাজ করে আসছিলেন বাকসার কৃষকরা। এদিকে হঠাৎ করে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় বাকসার স্থানীয়দের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। কোন কারণ না উল্লেখ করে হঠাৎ করে ভুটান সরকার চ্যানেলটির পানির প্রবাহ বন্ধ করে দেয়ায় পুরো বাকসা জেলায় মারাত্মক আকারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন জেলার কৃষক ও নাগরিক সমাজের সদস্যরা। ভুটানের এমন সিদ্ধান্তের কারণে ভুক্তভোগী কৃষক এবং অসমের ওই জেলার নাগরিক সমাজের সদস্যরাও সোমবার বিক্ষোভ মিছিল করেন। ভুটান সরকার ভারতীয় কৃষকদের জন্য সেচের পানি এমন আচমকা বন্ধ করে দেয়া নিয়ে মারাত্মক উদ্বেগ প্রকাশ করে দ্রুত সঙ্কট সমাধানের দাবি জানান তারা। কয়েক দশক ধরে সেচের উদ্দেশে পানি ছেড়ে দেয়ার জন্য ভুটানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় সরকারকে বিষয়টি নিয়ে ভুটান সরকারের কাছে আলোচনা করার এবং জেলার কৃষকদের বৃহত্তর স্বার্থের বিষয়টি মাথায় রেখে তা সমাধানের অনুরোধ জানান। ‘কালীপুর-বোগাজুলি-কালানদী আঞ্চলিক ডং বাঁধ সমিতি’র ব্যানারে জেলার কয়েক শ’ কৃষক ওই বিক্ষোভে অংশ নেন।-এএফপি
×