ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লঞ্চের ভাড়া বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

প্রকাশিত: ২২:৫৪, ২৬ জুন ২০২০

লঞ্চের ভাড়া বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

স্টাফ রিপোর্টার ॥ করোনা মহামারীতে বিপর্যস্ত জনগণের ওপর লঞ্চের ভাড়া বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানিয়ে বলেন, দীর্ঘ সাধারণ ছুটি ও সীমিত আকারে জরুরী সেবাদানকারী অফিস খোলা রাখায় করোনা মহামারীতে কর্ম হারিয়ে নিদারুণ আর্থিক সঙ্কটে থাকা জনগণের ওপর বর্ধিত লঞ্চ ভাড়া চাপিয়ে দেয়া হলে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ এ পরিণত হবে। যা দরিদ্র-পীড়িত জনগণের ওপর এই মহাসঙ্কটে জুলুমের শামিল হবে।
×