ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোয়া কোটি টাকার হাতঘড়ি চুরি ॥ গ্রেফতার যুবক কারাগারে

প্রকাশিত: ২২:৫২, ২৬ জুন ২০২০

সোয়া কোটি টাকার হাতঘড়ি চুরি ॥ গ্রেফতার যুবক কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানে সোয়া কোটি টাকার বিদেশী হাতঘড়ি চুরির ঘটনায় গ্রেফতারকৃত সজল আহমেদকে (২৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার এসআই মাসুম বিল্লাহ রনি তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করেন। এ সময় তিনি আসামি সজলকে চুরির ঘটনায় করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার বারিধারার পার্ক রোডে বসবাসকারী ব্যবসায়ী সুমন মিয়ার বাড়ি থেকে একটি আইফোন ও প্রায় এক কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের তিনটি বিদেশী হাতঘড়ি চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনার পর পরই ওই বাসার চারদিকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে গুলশান থানা পুলিশ। বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার প্রথমে মিজানকে (২০) গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ভাটারা থানার ফাঁসেরটেক বালুরমাঠ এলাকা থেকে মোঃ উজ্জ্বল মিয়া (২৬) ও মোঃ তাজুল ইসলাম লিটনকে (২৮) গ্রেফতার করে পুলিশ।
×