ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনা আক্রান্তদের জন্য হাসপাতালে পর্যাপ্ত শয্যার ব্যবস্থা করতে হবে ॥ গণফোরাম

প্রকাশিত: ২২:৫১, ২৬ জুন ২০২০

করোনা আক্রান্তদের জন্য হাসপাতালে পর্যাপ্ত শয্যার ব্যবস্থা করতে হবে ॥ গণফোরাম

স্টাফ রিপোর্টার ॥ গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনে ও আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া যৌথ বিবৃতিতে বলেছেন, করোনাভাইরাস আমাদের দেশে মহামারী আকার ধারণ করেছে। মানুষের জীবন রক্ষায় সরকারকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা দ্রুততার সঙ্গে গ্রহণ করার দাবি জানাচ্ছি। এক্ষেত্রে করোনা আক্রান্তদের পরীক্ষার জন্য ল্যাব, অক্সিজেন, ভেন্টিলেশনসহ হাসপাতাল-গুলোতে পর্যাপ্ত শয্যার ব্যবস্থা করতে হবে। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব দাবি জানান দলটির নেতারা। যৌথ বিবৃতিতে তারা আরও বলেন, চিকিৎসা নিতে আসা মানুষ যাতে হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে হবে। রেড-জোন এলাকাতে মানুষের খাদ্য, চিকিৎসা, ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যখাতের সকল দুর্নীতি বন্ধ এবং সৎ-দক্ষ বিশেষজ্ঞদের নিয়ে জাতীয় কমিটি গঠন করে সকল কাজের সমন্বয় করার জোর দাবি জানান।
×