ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পশুরহাট পরিচালনায় স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে ব্যবস্থা ॥ তাপস

প্রকাশিত: ২২:৫০, ২৬ জুন ২০২০

রাজধানীতে পশুরহাট পরিচালনায় স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে ব্যবস্থা ॥ তাপস

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে আগামী ঈদের জন্য স্থাপিত পশুরহাট পরিচালনায় স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। একই সঙ্গে গরুরহাট পরিচালনায় এবার ইজারার বরাদ্দপত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য সব ধরনের নির্দেশনা দেয়া হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সঙ্গে পশুরহাট ব্যবস্থাপনা বিষয়ক এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে ডিএসসিসি মেয়র এ মন্তব্য করেন। বৈঠকে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ এমদাদুল হক এবং কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান উপস্থিত ছিলেন। ডিএসসিসি মেয়র শেখ তাপস এ সময় স্থানীয় সরকারমন্ত্রীকে জানান, করোনা মহামারী বিবেচনায় নিয়ে এবার গরুরহাটে যাতে করে স্বাস্থ্যবিধি মানা হয়, সেটা নিশ্চিত করতে ইতোমধ্যে আমরা ব্যবস্থাপনা কমিটি করে দিয়েছি। যে কদিন হাট চলবে, কমিটি সর্বক্ষণিকভাবে সেসব হাট তদারকি করবে, যাতে মহামারী করোনা বিস্তৃতি লাভ করতে না পারে। এছাড়া, স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। হাট পরিচালনা বা এর সঙ্গে সংশ্লিষ্ট কেউ সে নির্দেশনা ভঙ্গ করলে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব।
×